করোনার প্রাদুর্ভাবে ফেনী-১ নির্বাচনী এলাকায় ছাগলনাইয়া,ফুলগাজী ও পরশুরাম উপজেলার অসহায়, দরিদ্র ও কর্মহীন লোকদের মাঝে আজ সকাল দশটায় ফেনী সমিতি ঢাকার সভাপতি, হজ্জ এজেন্সি অব বাংলাদেশ (হাবের) সাবেক মহাসচিব. সন্জুরী গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর শেখ আব্দুল্লাহর ইফতার ও খাদ্য সামগ্রী...